আগের জনমে
আগের জনমে তুমি ছিলে আমার….
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
সেই চোখ আর এই চোখ
যেন আগের মত হাসে।
ভূলে গেছো তুমি মনে রাখনি আমায়
ভূলে গেছো তুমি
সেই মন আর এই মন
যেন আগের মতই উচ্ছল।
চলে গেছ তুমি ফিরে আসনি আবার
চলে গেছ তুমি।।
আগের জনমে তুমি ছিলে আমার….
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
সেই চোখ আর এই চোখ
যেন আগের মত হাসে।
ভূলে গেছো তুমি মনে রাখনি আমায়
ভূলে গেছো তুমি
সেই মন আর এই মন
যেন আগের মতই উচ্ছল।
চলে গেছ তুমি ফিরে আসনি আবার
চলে গেছ তুমি।।
Comments
Post a Comment