ধর্মের গৌরব করি
কথা, সুর, শিল্পী: মাতাল কবি রাজ্জাক দেওয়ান
ওরে সত্য কথার ধার ধারি না
আমরা মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি
বড় ধর্মের গৌরব করি।
সত্য কথার ধার ধারি না
সত্য কথার ধার ধারি না
মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি
বড় ধর্মের গৌরব করি।
আমাদের ইসলামী আদর্শ যাহা,
মূলে কেউ করিনা তাহা,
মুখে মুখে সবাই আহা,
ইসলাম দাবী করি।।
রাত্র ভরা ঘুম আসে না
কুচিন্তাতে মরি
আমরা রাত্র ভরা ঘুম আসে না
কুচিন্তাতে মরি।
ওরে সকালে উঠিয়া আমি
সকালে উঠিয়া আমি
ভাইয়ের মাথায় দিব বারি।
ধর্মের গৌরব করি
আমরা ধর্মের গৌরব করি।
সত্য কথার ধার ধারি না
সত্য কথার ধার ধারি না
মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি
আমরা ধর্মের গৌরব করি।।
আমি দেখেছি ঢাকার শহরে,
যুবতীরা টেড়ি পরে,
যার তার সাথে ঘুরিয়া ফিরে,
মনের দুঃখে মরি।।
তারা কোঁচা দিয়া পিন্দে শাড়ী
হাতে লাগায় ঘড়ি;
ভোলা মন মনরে আমার
কোঁচা দিয়া পিন্দে শাড়ী
হাতে লাগায় ঘড়ি।
বাবা! এই কি রে ইসলামী বিধান
এই কি রে ইসলামী বিধান
মাইয়ায় করে দোকানদারী।
ধর্মের গৌরব করি
আমরা ধর্মের গৌরব করি।
আজকাল ঘরে ঘরে ফকির বেটা
মাথায় রেখে লম্বা জটা
চিমটা হাতে কপনি আটা
তারা নাম ফলায় ফকিরি
ওরে ঘরে ঘরে ফকির বেটা
মাথায় রেখে লম্বা জটা
চিমটা হাতে কপনি আটা
তারা নাম ফলায় ফকিরি।
গন্ডা চারি বৃদ্ধা মেয়ে
লইল জোগাড় করি।
ওরে গন্ডা চারি বৃদ্ধা মেয়ে
লইল জোগাড় করি।
ওরে আসল ঘরে মশাল নাই মোর
আসল ঘরে মশাল নাই মোর
খাইয়া মজায় ডাইল খিচুড়ি।
ধর্মে,সত্য কথার ধার ধারি না
সত্য কথার ধার ধারি না
মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি
ধর্মের গৌরব করি।
তবে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান,
বাইবেল-গীতা-ভাগবত-কোরাণ
পড়িয়া দেখ্ শাস্ত্র বিধান
মান অহংকার ছাড়ি।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান,
বাইবেল-গীতা-ভাগবত-কোরাণ
পড়িয়া দেখ্ শাস্ত্র বিধান
মান অহংকার ছাড়ি।
একই ছাঁচে গড়া মানুষ
এক হাতে তৈয়ারি
একই ছাঁচে গড়া মানুষ
এক হাতে তৈয়ারি।
মাতাল রাজ্জাক কয়
যার আছে ধর্ম।
রাজ্জাক কয়
যার আছে ধর্ম।
বাবা তার কাছে লও শিক্ষা করি।
ধর্মের গৌরব করি
আমরা ধর্মের গৌরব করি।
সত্য কথার ধার ধারি না
সত্য কথার ধার ধারি না
আমরা মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি আমরা
ওরে সত্য কথার ধার ধারি না
সত্য কথার ধার ধারি না
আমরা মিথ্যা কথার ছিগলি ছাড়ি
ধর্মের গৌরব করি,
আমরা ধর্মের গৌরব করি।
Comments
Post a Comment