কত দূরে আর কত দূরে ভালবাসার ঠিকানা
কত দূরে আর কর দূরে ভালবাসার ঠিকানা
যা চাইলাম তা পাইলাম না
যা পাইলাম তা চাইলাম না
সুখের আশায় দিন যায়
সুখ তবু আমার হইলো না।।
রাজহংস পাখা মেলে
উড়ে যায় আকাশ নীলে
ওদের মত মুক্ত হাওয়ায়
উড়তে আমি পারলাম না।
সুখের আশায় দিন যায়
সুখ তবু আমার হইলো না
প্রেম প্রীতি সাধ আশা
সব মিলে ভালবাসা
সেই ভালবাসা আমার ভাগ্যে জুটলো না।।
With a mix of acute angles, clean lines, and geometric configurations, the Maze roulette desk in walnut is characterised by a labyrinth-inspired base with a mystifying motif. Beautifully detailed with an American roulette wheel for endless recreation play, this luxurious recreation desk exudes innovative style and up to date appeal, making it an interesting point of interest in any room. https://thekingofdealer.com/pharaoh-casino/ As with all of our designs, the Maze desk may be custom-made in your choice of bespoke sizes, colours, and finishes. Two hand-sculpted legs bestow a sense of traditional style upon the Baluster roulette desk in white. This luxurious recreation desk features a casino-grade top with an American wheel perched upon two broad baluster column legs that mimic the curves and contours of crown molding.
ReplyDelete