তোমার ভুবনে এত অসহায়
তোমার ভুবনে এত অসহায়
মানুষের মন কেন কাঁদে
জীবনের বোঝা বয়ে চলে তার
বলো কোন অপরাধে।।
আশ্রয় খুজে যার কাছে যায়
ফিরে আছে পদাঘাতে
দূর্বার আশা লাঞ্চিত হয়
নিদারুন সংঘাতে।
স্নেহ মমতার বন্ধনে কভু।
কেউ তো নাহি বাধে
মানুষের মন কেন কাঁদে।।
Comments
Post a Comment