এক আকাশের তারা তুই একা গুনিস নে

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস রে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস রে তুই মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চড়বি যখন
বৈঠা দিসরে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
স্বপ্ন লোক চল সুখের ঘোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
দু: খের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি... যত দূরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

Comments

Post a Comment

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে