আজ কেন মন উদাসী হয়ে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অজরেই নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।।

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।।

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেদে চলেছে,
থেমেছে হাসের জলকেলী
পথিকের পায়ে হাটা থেমেছে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে