আমার সকল দুখের প্রদীপ
আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পুজা হয়নি সমাপন।
যখন বেলা শেষের ছায়ায়
পাখিরা যায় আপন কুলায় মাঝে
সন্ধ্যা পুজার ঘন্টা যখন বাজে।
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এই জীবন।।
অনেক দিনের অনেক কথা ব্যকুলতা বাধা বেদন ডোরে
মনের মাঝে উঠেছে আজ ভোরে
যখন পুজার হোমানলে উঠবে জ্বলে একে একে তাঁরা
আকাশ পানে ছুটবে বাঁধনহারা।
অস্ত রবির ছবির সাথে মিলবে আয়োজন।।
Comments
Post a Comment