আমার বাউল মনের একতাঁরাটা
আমার বাউল মনের একতাঁরাটা।
হাজার নদী বাংলাদেশে
সুরের খেয়ায় ভেসে ভসে
দুঃখ সুখের ঘাটে ঘাটে সে
দেখে কতই জোয়ার ভাটা।।
নকশি কাথার নকশি তোলা হাতে
কাকনে সুর বাজে আমার একতাঁরারই সাথে।
সেই রূপসী অঙ্গ যেন।
ভরা নদীর মতই ভরা কাঁচা হলুদ বাটা
দুঃখ সুখের ঘাটে ঘাটে সে
দেখে কতই জোয়ার ভাটা।।
ছলকে উঠা রূপকুমারীর হাসি
বাতাসে তার খোজে দোসর রাখালিয়া বাঁশী।
সেই বাশী আর মিষ্টি হাসি।
সারা জনম বুকে আমার শুনকা মেহেদী কাঁটা
দুঃখ সুখের ঘাটে ঘাটে সে
দেখে কতই জোয়ার ভাটা।।
Comments
Post a Comment