হারানো হিয়ার নিকুঞ্জ পথে

হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের সরব বইতে নারি।

চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুলদল।

বৃথায় কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসজামি।।

এলে অবেলা পথিক বে’ ভুল
বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।

কি দিয়ে বরণ করিও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে