পালাই পালাই

চৌরাস্তার মোড়
আঁধারের ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলাকার একা বৃত্তের
পতিত প্রশ্ন মানব
শুকনো পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই

গোলকধাঁধায় গন্তব্যহীন খোলা চোখ
চিরকুট সন্ধানে ঘুম ছেড়ে দিগন্তে
পালাই পালাই
ঢোল পূর্ণিমার রাতে মিলবে গিয়ে পথ
আর হারানো চিরকুট
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে