সুখ ছাড়া দুখ
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ
হলেও হতে পারে ভেবে দেখি নি
তবে তুমি ছাড়া আমি
আর আমি ছাড়া তুমি
এমন তো কখনো ভাবিনি।।
হিমালয় পাহাড়টা ধ্বসে যদি যায়
হাজারও লোকালয় ধুলোতে লুটায়।
তবু স্বপ্নগুলো শুধু তোমাকে ঘিরে
ধ্বংস হলে হোক পৃথিবী।।
শিকড় যেমনই থাকে মাটিকে ধরে
ভালবাসি তোমাকে তেমনই করে।
তুমি নিঃশ্বাস হয়ে আছ আমারই দেহে
নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচে কী।।
Comments
Post a Comment