নদীতে তুফান এলে

নদীতে তুফান এলে
মন ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায় ।।

ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জেলে
ডালে ডালে পাতায় পাতায় ।।
মনেতে ফাগুন এলে
মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ………

আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায় ।।
মনে তে চাঁদনী এলে
মন আলো পায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ….

দেখানোর নেই যে উপায় ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে