কোন এক সুন্দরী রাতে

কোন এক সুন্দরী রাতে
রঙ্গিন খামে লেখা তোমার চিঠির মত চাঁদ
জোছনায় সাজিয়ে ছিল আমার প্রহর
আমি নিঃঘুম সেই রাত হয়েছিল ভোর।।

জোনাকীরা দূর বনে আলো আধারেতে
বিষন্ন আলো জ্বেলে জেগেছিল সাথে।

তুমি ছিলে না সেই দুঃখ যেন
দিয়ে গেছে আজানা দূরের খবর
নিঃঘুম সেই রাত হয়েছিল ভোর

ঘর ছাড়া মন যেন ময়ূরী পাখায়
নিঃসঙ্গ ভেসে চলে দূর অজানায়।
তুমি এলে না তাই *** বাঁশী
নিয়ে গেছে সাজানো সুখের ***।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে