মন আমার পাথরের দেয়াল সে এক

মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও
আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।

ভালবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়
একটু আঘাতে চূর্ণ সে হবেই।
এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়
একটু বাতাসে ঝরে কেন যাবে ? ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।

এই ভালবাসা গিটারের শুরে বাঁধা
নেওন’এর শুর সে তো তুলে যাবেই।
মনের মিছিল এতটা ছোট নয়
তোমার সামনে স্লোগান সে দেবেই ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা যদি তুমি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে