নিকশ আঁধার
নিকশ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্ণিমা চেয়ে রয় জোনাকির আলো ছায়ায়..
ঝিরঝির বাতাসে পাতারই মড়মড় শব্দ বাজে
এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে।
চরণধব্নি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে..
জোৎসনা রাতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু আমারই কানে বাজে।
সেই মেঘলা দিনের কথা যে মনে পড়ে যায়
দুজনে মিলে খেলেছি কত অবেলায়..
মনেরই সব স্বপ্ন দুজনে দুহাতে জড়িয়ে
ছড়িয়ে দিয়ে ছিলাম ভালোবাসার প্রান্তরে।
কোন ঘূর্ণিঝড়ে ভেংগে দিলো সব আমার..
নিকশ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্ণিমা চেয়ে রয় জোনাকির আলো ছায়ায়..
ঝিরঝির বাতাসে পাতারই মড়মড় শব্দ বাজে
এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে।
চরণধব্নি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে..
জোৎসনা রাতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু আমারই কানে বাজে।
Comments
Post a Comment