এক বৈশাখে দেখা হলো দু’জনায়

এক বৈশাখে দেখা হলো দু’জনায়
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু’জনায়

তখনি তো হলো দেখা
যেই না নয়ন কিছু চেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু’জনায়
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

প্রথমে চমক ছিল
তারপরে ভালোলাগা এসেছে
ডুবে গেছি সেই মন
যে মন খুশির স্রোতে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

এক বৈশাখে দেখা হলো দু’জনায়
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে