চেওনা সুনয়না আর চেও না

চেওনা সুনয়না আর চেও না
এই নয়ন পানে
চেওনা এই নয়ন পানে

জানিতে নাই কো বাকি
সই ও আঁখি কি যাদু জানে

একে ঐ চাওনি বাঁকা সুরমা আঁকা
তাই ডাগর আঁখি
বধিতে তাই কেন সাজ
যে মরেছে ঐ আঁখির পানে

কাননে হরিন কাঁদে
সলিল ফাঁদে ঝুরছে সফরি
বাঁকায়ে ভুরুর ধনু ফুল ও তনু
কুসুম ……

জলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেয়ালে
নিশিদিন তাই কি জ্বলি পুড়ছো কলি অঝোর নয়নে
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায়
আর ডাকিস কবি

বিকিয়ে যায় রে মালা আয় নিরালা
আঁখির দোকানে নিরালায়।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে