কি নেশা

রাতেরই এ আঁধারে
অজানা ছোয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধুলী আবীর মাখা ।।

কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে ।।

চোখে চোখে চেয়ে এভাবে
কবে হবে বলো কথা বলা
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না

কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে ।।

জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেংগে কাছে এসো না

কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে ।।

রাতেরই এ আঁধারে
অজানা ছোয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধুলী আবীর মাখা ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে