ধ্রুব তারা

রাতের আকাশের নিশ্চুপ সাক্ষী
দূরের ঐ ধ্রুব তারা
কতটা বেসেছি ভালো
শুধু মন জানে
এ হৃদয় জানে।।

জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবেনা আর
প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে
বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া
দূরের ঐ ধ্রুব তারা …

এ জীবনে তুমি আমার হবে না
নিয়তি কি তবে এভাবে লেখা
কেন এ জীবন ছন্নছাড়া
স্বাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা
দূরের ঐ ধ্রুব তারা …

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে