কেতুন খোলা নদী আমার
(কেতুন খোলা নদী আমার
কেতুন খোলা নদীরে আমার)
এই নদীতে সাঁতার কাইট্টা বড় হইছি আমি
এই নদীতে আমার মা’য় কলশিতে নিছে পানি
আমার দিদি’মায় আইসা প্রতিদিন ভোরে
থাল বাডি ধুইয়া গেছে এই নদী কিনারে।।
দশ বছর পর বিদেশ গোনে ফিরা আইশা দেহি
হগলি বদলাইয়া গেছে নদী আমার
যেমন ছিল তেমনই আছে
ও নদী তেমনই আছে
কেতুন খোলা নদীরে আমার
পাঠশলা পলাইয়া গিয়া নদীর তীরে
খেওয়া পাড় হইয়া গেছি কাউয়ার চরে
আদম আলী হাজী মিয়ার ইটের খোলাতে
চড়ইভাতি করছি মোরা গোরাগারাতে।
আজ ইটের খোলা তেমন আছে
সাথীরা কোথায়
হগলি বদলাইয়া গেছে নদী আমার
যেমন ছিল তেমনই আছে
ও নদী তেমনই আছে
কেতুন খোলা নদীরে আমার।।
Comments
Post a Comment