সবার হৃদয়ে রবীন্দ্র নাথ চেতনাতে নজরুল
সবার হৃদয়ে রবীন্দ্র নাথ চেতনাতে নজরুল
যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল
একহাতে বাজে অগ্নিবীনা কন্ঠে গীতাঞ্জলী
হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।।
এই সেই দেশ একদা যেখানে উপনিশদের ঋষি
সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি
প্রোপিতামহের ভাষাতেই আমরা যে কথা বলি
হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।।
এই সেই দেশ এখনও এখানে উঠে আজানের ধ্বনি
গীতা বাইবেন ত্রিপিটক আর শোনা যায় রামায়নি
কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি
হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।।
Comments
Post a Comment