উচাটন মন ঘরে রয় না

উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর ।।
ডাকে পথে বাঁকা তব নয়না
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর

ত্যাজিয়া লোক-লাজ সুখ-সাজ গৃহ-কাজ ।।
নিজ গৃহে বনবাস সয় না
প্রিয়া মোর ।।
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর ।।

লইয়া স্মৃতির লেখা
কত আর কাঁদি একা ।।
ফুল গেলে কাঁটা কেন যায় না
প্রিয়া মোর ।।
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর
উচাটন মন ঘরে রয় না

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে