আমি শুধু বসে থাকি

রক্ত জবা হাসে পদ্ম শাপলা ভাসে
পলাশের রঙ লাগে কৃষ্ণচূড়ায়
সারি বাঁধে সুখ পাখি
আমি শুধু বসে থাকি
তুমি নামের সেই নিরাশায়

সাঁঝ বেলার নত আঁখি
হাতে পেয়ালা আর ফাঁকি
দুঃখ তবু রয় মনের কোঠায়
সারি বাঁধে সুখ পাখি
আমি শুধু বসে থাকি
তুমি নামের সেই নিরাশায়
রক্ত জবা হাসে পদ্ম শাপলা ভাসে
পলাশের রঙ লাগে কৃষ্ণচূড়ায়

উদয় আঁচলেই বুকে
মন আছে মলিন মুখে
স্বপ্ন কেন তবু চোখেরই তারায়
সারি বাঁধে সুখ পাখি
আমি শুধু বসে থাকি
তুমি নামের সেই নিরাশায়

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে