আধো আধো বোল

আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল
বলো কানে কানে

যে কথার কলি সখি আজো ফুটিল না
সরমে মরম পাতে দুলে আনমনা
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল ।।
বলো কানে কানে
আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

যে কথা লুকানো থাকে লাজ নত চোখে
না বলিতে যে কথাটি জানাজানি লোকে
যে কথাটি ধরে রাখে অধরের কোল ।।
বলো কানে কানে
আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

যে কথা কহিতে চাহ বেশ ভুষার ছলে
যে কথা প্রকাশ তব দেহে পলে পলে
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল
বলো কানে কানে
আধো আধো বোল লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে