এক জীবন – ২

জীবন এতো সুখের হলো আমার পাশে তুমি আছ তাই
এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই
তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নয়
শুধু তোমায় কাছে চায় এ হৃদয়
ওগো তোমায় নিয়ে
আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে ।।

দিন গেল মাস গেল
গেল বহু বছর
তবু যেন শেষ হয় না ভালবাসার প্রহর
তুমি আমার ঘরে আসো পূর্নিমা হয়ে
এই জীবন সাজিয়েছ তুমি পূর্ণতা দিয়ে
ওগো তোমায় নিয়ে
আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে ।।

তুমি আমি ভালবেসে থাকবো জীবন ভর
মরণ যেন আমাদের করে না তো পর
তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই
তুমি ছাড়া এই আমার আপন কেহ নাই
ওগো তোমায় নিয়ে
আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে