সেই চম্পা নদীর তীরে

সেই চম্পা নদীর তীরে
দেখা হবে আবার যদি
ফাগুন আসে গো ফিরে।।

সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে
নূপুর পায়ে রাত্রি আসে।
হয়ত ফেরে শ্রান্ত পাখি
পালক ঢাকা নীড়ে।।

সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে
চম্পা নদীর পাড়ে
ভালবাসি যার দুটি চোখ
হারিয়ে এলাম তারে।

আবার যদি আসে ফাগুন
শিমুল শাখায় লাগে আগুন।
তখন আবার স্বরণ করো
অচিন সাথীটিরে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে