হারিয়ে গেছে খুজে পাবো না

হারিয়ে গেছে খুজে পাবো না।

এতো দিনের আশা হল নিরাশা।
যদি জানিতাম তবে আর
মিছে মরিতাম না।।

ভালবাসা শুধু মিছে আশা।
এ জীবনে তারে আর
ফিরে পাব না।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT