চন্দনা গো রাগ করো না

চন্দনা গো
রাগ করো না ।।
অভিমান করে বলো
আর কি হবে ?
চন্দনা গো…

সময় চলে যায়,
মন শুধু জ্বলে যায়;
তৃষ্ণার জ্বল নিয়ে
এসো না তবে।।

চন্দনা গো রাগ করো না ।

সব গান থেমে যায়,
সব ফুল ঝরে যায়;
লজ্জা বসন ছিড়ে
এসো না তবে ।।

চন্দনা গো
রাগ করো না ।।
অভিমান করে বলো
আর কি হবে ?
চন্দনা গো…

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে