তোমরা ছুইয়ো না ছুইয়ো না গো আমার গায়

তোমরা ছুইয়ো না ছুইয়ো না গো আমার গায়
তোমরা ছুইয়ো না হাত লাগাইয়ো না গো আমার গায়

কাল নাগে দংশিল আজি।
বিষে অঙ্গ জ্বইলা যায়
ছুইয়ো না হাত লাগাইয়ো না গো আমার গায়।

কামিনী কামনার দেশ গমন করিয়া
মনলোভা মনিহারে যন্ত্রনা পাইয়া। ও

ওগো জ্বলে ও মন কাঁপে হিয়া।
আজি নিলয় থাইকা নিরুপায় ছুইয়ো না,
না গো ছুইয়ো না গো আমার গায়
কাল নাগে দংশিল আজি……

অপুর্ব অকূল পাথারে আমায় ভাসাইলো
ভাঙ্গা তরী সাধের বৈঠা ঘুণে ধরিল।

আমার নয়ন কেমন পাগল হইল।
বিষের পীড়িত দিল কলিজায় ছুইয়ো না,
না না ছুইয়ো না গো আমার গায়।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT