অবরোধ

যেদিন তোমার সাথে প্রথম দেখা হল
অবরোধে দেশটা ছিল অন্ধ
না গাড়ি, না বাস, না ট্রেন,
শুধু রিকশা ছিল;
যেদিন তোমার সাথে প্রথম দেখা হল
দেশটা ছিল শ্লোগানে মুখর
না স্কুল, না কলেজ, না অফিস,
শুনশান রাস্তা ছিল;
ছিল প্রেম আর অধিকারের দাবি
পথে পথে রাজনীতির ছবি
তবু স্বপ্ন ছিল।

কী যে রোমান্স হয়ে গেল
যেদিন তোমার সাথে প্রথম প্রণয় হল
ছিল মিছিল, মিটিং আর পাল্টা ধাওয়া
হঠাৎ উত্তেজনা;
ছিল প্রেম আর স্বজন হারার শোক
জনমনে আহাজারি বিক্ষোভ
তবু আশা ছিল।

কী যে স্বপ্ন ছুঁয়ে গেল
যেদিন তোমার সাথে প্রথম কথা হল
ছিল পিকেটার, ছিল জলকামান আর ছিন্নমূলের দল
ছিল প্রেম আর মিছিল নগরী
সারাদেশে ছিল সতর্ক দৃষ্টি
তবু আশা ছিল।

যেদিন তোমার সাথে প্রথম দেখা হল
অবরোধে দেশটা ছিল অন্ধ
না গাড়ি, না বাস, না ট্রেন,
শুধু রিকশা ছিল;
যেদিন তোমার সাথে প্রথম দেখা হল
দেশটা ছিল শ্লোগানে মুখর
না স্কুল, না কলেজ, না অফিস,
শুনশান রাস্তা ছিল;
ছিল প্রেম আর মিছিল নগরী
সারাদেশে ছিল সতর্ক দৃষ্টি
তবু আশা ছিল।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে