জনম জনম ধরে প্রেম পিয়াসী
জনম জনম ধরে প্রেম পিয়াসী
দুটি আঁখী নিশি জাগে
দূরের চাঁদেরও পরশও লাগি
কাঁদে চকোরী অনুরাগে
আমার এ আধার জীবনে বধূ
তুমি জোছনারই রেখা
নিশী পোহালে যাবে হারিয়ে
সে তো নিয়তীরই লেখা।
এই জীবনও যৈবনও ফুল হবে না তো
শত বসন্তের রাগে
দুটি আঁখী নিশি যাগে
সুখের বাসর রচিবো বুকে
সে তো দারুন দুরাশা
কেঁদে কেঁদেও আশা নেভে না
হায়রে অবুঝ ভালবাসা।
এই হৃদয় কাঞ্চন
Comments
Post a Comment