পরান পাখি

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো

আকাশরে তোর কানে বলি
তোর নীলে কি দুঃখ তত
যতটা ব্যথা এ হৃদয় পুড়ে
জ্বলতে পারে তুসের মত

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো

জোছনারে তোর কানে বলি
জালবি যদি সকল আলো
তবুও কেনো আমার আকাশ
কষ্টভরা আঁধার কালো

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে (৩)

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT