মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে

মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে
হাজার টাকার বাগান খাইলো পাঁচসিকার ছাগলে
মরি হায় হায় রে।।

(বলো বলো বলো…..)
ও হো…..
চালে ধরে চাল কুমড়া
গাছে ধরে বেল।
এত জিনিস থাকতে কেন সরিষার মধ্যে তেল
মরি হায় হায় রে

হো হো…
তেলাপোকা গোবড়াপোক পোকা নানা জাতি।
এত পোকা থাকতে কেন জোনাকীর পিছে বাতি
মরি হায় হায় রে

হো হো…
খান শুকনা বিল শুকনা নামে না যে ঢল।
এত জায়গা থাকতে কেন ডাবের মধ্যি জল
মরি হায় হায় রে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT