নয়ন সরসী কেন

নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।।

বেদনার কলি তুমি দাও ভালবেসে বধু।
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।।

জনম সফল হবে বধুয়ার ঘরে আজ
শরমেরও আড়ালেতে দেখা যাবে ফুলসাজ

নিশিরাতে বিরহেরও। বাঁশি ওরে কে বাজায়
ভালবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণও নিলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT