বন্ধুরে
ও বন্ধু তোমার বাড়ী তোমার ঘর তোমার আঙ্গিনা
সবখানে বিচরণ করি তুমি জান না।
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে
বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।
আমি জ্বালাই প্রেমের বাতি তোমায় ভাবি সারারাতি
আমার চোখে ঘুমতো আসে না।
আমি থাকি আউলা চুলে আমি সবকিছু যাই ভুলে
কোন কাজে মন তো বসে না
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে
বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।
এ কেমনতর জ্বালা এ যায় না কাউকে বলা
চুপি চুপি অন্তর পুড়ে ছাই।
এমন পিঞ্জরের মাঝে শুধু বিরহের সুর বাজে
তোমায় দেখি যেদিকে তাকাই
তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে
বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।।
Comments
Post a Comment