গোধূলী লগন

একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার
ভালবাসা নয়নে আজ তোমার আমার
এখন গোধূলী সময়, মন যেন কিছু চায়
চলোনা পাখি হয়ে, উড়াল দিই অজানায়
আসে যদি কাল বৈশাখী ঝড়,
বল তো কি হবে তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়

ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই ঐ দু’নয়নে
ভয় করি না কোন
ঝড় জানেনা ভালবাসার মানে
আজ এই গোধূলি লগন, পাশাপাশি বসে দুজন
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন

আসে যদি কাল বৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়

তোমাতে প্রেম সব
চাঁদ হয়ে আছ মন আকাশে
রংগীন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে
প্রেম করব কি অর্পণ
চলছে মাস শ্রাবণ
দেখেছি ভরে দু নয়ন
জানিনা কি হয় কখন

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT