নাই রস নাই

নাই রস নাই, দারুণ দাহনবেলা।
খেলো খেলো তব নীরব ভৈরব খেলা।।

যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা,
ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্‌ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা।।

শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে
ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।

প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক
হে নির্মম, তুমি একা আর আমি একা
কঠোর মিলনমেলা।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT