মাঝি বাইয়া যাও রে

মাঝি বাইয়া যাও রে...
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাও রে মাঝি
বাইয়া যাও রে
মাঝি বাইয়া যাও রে...
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাও রে মাঝি
বাইয়া যাও রে…..।

ভেন্না কাষ্টের নৌকা খানি
মাঝখানে তার গুড়া,,হা আআ,,
ওরে, ভেন্না কাষ্টের নৌকা খানি
মাঝখানে তার গুড়া
নৌকার, আগায় থাইকা পাছায় গেলে
আগায় থাইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়ারে মাঝি
বাইয়া যাও রে,,
মাঝি বাইয়া যাও রে...
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাও রে মাঝি
বাইয়া যাও রে…..

বিদেশে বিপাকে যারও
পুত্র মারা যায়,, হা আআ,,
ওরে, বিদেশে বিপাকে যারও
পুত্র মারা যায়,,
পাড়া পড়শি জানার আগে
পাড়া পড়শি জানার আগে
আগে জানে মায় ও রে মাঝি
বাইয়া যাও রে
মাঝি বাইয়া যাও রে,,,
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাও রে মাঝি
বাইয়া যাও রে,,,
মাঝি বাইয়া যাও রে...
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাও রে মাঝি
বাইয়া যাও রে…..



Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT