কি করে বলিব আমি
কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনদিন আমারে তো
কথা দিল না
বিনিসুতার মালাখানি
গাঁথা হলোনা
ও… এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
ধরতে গেলে সোনার অঙ্গ (তোমার)
পুড়ে হবে কালা
লালন মরল জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না
ও… ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
(বলো) তাই বলে কি থেমেছিল
কদমতলার বাঁশী
ও… দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
সেই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে
Comments
Post a Comment