মানুনিয়া (ও বিড়ালের ছানা)
ও বিড়ালের ছানা
 গারে গান গানা
 নারে নারে তারে না
 জারী, সারী ভাটিয়ালী
 যা খুশি তালেতে গা…
মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া
 মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া
তালে তালে সকলে নাচে
 বাবুই নাচে তালেরই গাছে
 টুনা টুনি নাচে তালে তালে নাচে
 আমি তো হায় নাচ জানি না
জারী, সারী ভাটিয়ালী
 যা খুশি তালেতে গা…।।
ইদুর বলে ও বেড়াল ভাই
 তুমি গান গাও আমি যে পালাই
 চুপি চুপি চেয়ে বিড়াল গেল ধেয়ে
 ইদুর হায় পালিয়ে বেড়ায়।
জারী, সারী ভাটিয়ালী
 যা খুশি তালেতে গা…।।
Comments
Post a Comment