সুরের ভুবনে আমি আজো পথচারী
সুরের ভুবনে আমি আজো পথচারী ক্ষমা করে দিও
যদি না তোমার মনের মত গান শোনাতে পারি।।
গানের ভাষা আর প্রানের ভাষা
একই বৃন্তে আজো বাধেনি বাসা।
তাই তোমাদের আসর ছেড়ে
মনটা হতে চায় ফেরারী।।
কী বা আছে বলো দেবার মত
সংকোচে তাই আমি অবনত।
আছে শুধু মোর ভালবাসা
তাই দিয়ে যেতে চাই উজার করে।।
Comments
Post a Comment