প্রজন্ম

না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখে
চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি
হাঁটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়

গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ
যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম,
যে সমাকে সবাই সমান
জানো তোমার দিন হবে শেষ
তবুই তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে

হতে পারে ভিন্ন মোদের ভুবন
চালচলন
হতে পারে ভিন্ন মোদের
কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা,
ভিন্ন মোদের মন
তাই বলে মানবো নাতো কটাক্ষ
সারাক্ষণ

আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন
সমাজ
জেগে ওঠো নবীনেরা যুদ্ধ শুরু
আজ
আমরা নতুন প্রজন্ম
আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম
ভাঙবো কুসংস্কার

বাঁকা হাসি তোমার চোখে,
শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে, আজ
কেন নড়েচড়ে তোমার মন

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে