ভালোবাসার স্বপ্নে ঘেরা

ভালোবাসার স্বপ্নে ঘেরা
এই তো আমার ঘর
অনুরাগের ছোয়ায় ভরা
সুখেরই বাসর।।

কখনও এমন করে
ছিল না জানা
এ জীবনে আছে যে সাধ
আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার
পেয়ে যে আদর।।

তোমারই বাহুর বাধন
খোল না প্রিয়
সুখে দুখে এ বুকে ঠাই
আমাকে দিও।
চিরদিনই রেখো তোমার
প্রেমের দোসর।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT