চলে গেছ আমায় ছেড়ে

চলে গেছ আমায় ছেড়ে
দিয়ে গেছ শুধু যন্ত্রণা ।।
সুখে থেকো
ভালো থেকো
এই শুধু মোর সান্তনা
চলে গেছো……

আকাশের তারা গুলো
কেঁদে কয় একি হলো
প্রদীপের এতো আলো
কেন আজ নিভে গেলো
স্মৃতি তবু কেন ভোলা যায় না

চলে গেছ আমায় ছেড়ে
দিয়ে গেছ শুধু যন্ত্রণা ।।
সুখে থেকো
ভালো থেকো
এই শুধু মোর সান্তনা
চলে গেছো……

তুমি তো বলেছিলে
যাবে না আমায় ভুলে
কেন চলে গেলে
আমায় একা ফেলে
তবে কি সবই ছিল ছলনা

চলে গেছ আমায় ছেড়ে
দিয়ে গেছ শুধু যন্ত্রণা ।।
সুখে থেকো
ভালো থেকো
এই শুধু মোর সান্তনা
চলে গেছো……

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT