আজ থেকে সারাজীবন

আজ থেকে সারাজীবন তুমি যে আমার
পুরোপুরো দখল দারী পেয়েছি তোমার

আজ থেকে সারাজীবন তুমি যে আমার
হুকুম জারি হয়েছে শুধু পাওনি অধিকার

আজকে তোমার আব্বা হুজুর
দিয়েছেন অনুমতি ডাকতে শ্বশুড়

সবে হয়েছে পানচিনি
কবুল এখনো বলিনি

আর তো দেরি সয় না প্রানে
ফুটবে সাদির ফুল কতদিনে

দিনক্ষন সময়টা জানিয়ে
দাওনা সবাইকে পত্র দিয়ে
কবে আসবে বধু নিতে

আজ থেকে সারাজীবন তুমি যে আমার
হুকুম জারি হয়েছে শুধু পাওনি অধিকার

কন্যা তোমার এজিন পেতে
বলো আর কি করতে হবে

হলদি মেহেদি সাজিয়ে
লগন দিও গো পাঠিয়ে

বাজবে সানাই ফুটবে বাজি
চলবে খানাপিনা আসবে কাজি

পাগড়ী মাথাতে দিয়ে
নাগড়া পায়ে তে জড়িয়ে
তুমি আসবে…… নওশা সাজে

আজ থেকে সারাজীবন তুমি যে আমার
পুরোপুরো দখল দারী পেয়েছি তোমার

আজ থেকে সারাজীবন তুমি যে আমার
হুকুম জারি হয়েছে শুধু পাওনি অধিকার

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT