নামাজকে বলো না কাজ আছে

নামাজকে বলো না কাজ আছে…

কাজকে বলো আমার নামাজ আছে

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে



(ফজর কাটে ঘুমের ঘরে

জোহর কাজে কাজে,

আসর কাটে খেলায় ধুলায়

মাগরীব মাঝে মাঝে।) ২বার

ঈশার সময় হয়ে এলে

থাকো মিছে দুনিয়ার পিছে।



(নামাজকে বলো না কাজ আছে…

কাজকে বলো আমার নামাজ আছে) ২বার

নামাজ বহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।



(প্রভুর হুকুম মানোরে ভাই

থাকো তুমি যেথায়

সময় গেলে পাবেনা ফিরে

মরন তোমায় লইবে ঘিরে) ২বার

জেনে রেখো মরন তোমার

অতি কাছে।



নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT