মন

ঢুকব আমি মনেরে তোর
দেখব কত প্রেম
তোর মনেতেই সাজানো কি
আমার ছবির ফ্রেম

ঢুকব আমি মনেরে তোর
দেখব কত জল
তোর হ্রদয়ের জলে আমার
হ্রদয় চলা চল

ঢেউইয়ে ঢেউইয়ে সারাবেলা
জলের হইরে খেলা
তুই কাছে আসলে আমার
মন যে হয় উতলা

তোর হ্রদয়ের মাঠে বুনিস
আমার মনের বিজ
মনের মাঝে রেখে আমায়
মনের খবর নিস

চোখে চোখে রাখব তোকে
পড়বে না কারো নজর
পলকে ছোব মনরে তোর
নিবো মনের ই খবর
তোর মনের যত কথা

মনের মাঝে রেখে আমায়
মনের খবর নিস

ঢুকব আমি মনেরে তোর
দেখব কত প্রেম
তোর মনেতেই সাজানো কি
আমার ছবির ফ্রেম

ঢুকব আমি মনেরে তোর
দেখব কত জল
তোর হ্রদয়ের জলে আমার
হ্রদয় চলা চল

******************************************

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT