আলো তুমি নিভে যাও

আলো তুমি নিভে যাও
রাত আধার হয়ে, যাও
প্রিয়ের কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও।।

প্রেমেরই কাজলে লিখা না বলা কাহিনী নয়নে
তুমি যে অলক্ষ্যে বেধেছ আমারে অচেনা স্বপনে
সে স্বপন ভেঙ্গে যেন যায় না কো আর
চিরদিন হয়ে থেকো তুমি যে আমার
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও

তোমার কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও

তোমাকে দিব না হারাতে
আচলে জড়িয়ে নিবো যে
মরণের সীমানা পেড়িয়ে জীবনের কোলেতে যাবো যে
সে কূলে দুজনার হবে ছোট ঘর
মধুময় গানে গানে কাঁটবে প্রহর
প্রেমের ছায়ায় ডেকে নাও
আরো আপন করে নাও
তোমার কপোল চুমে বলবো কথা
সেই সে জীবন মোরে দাও।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT