একদিন তো চলে যাব
একদিন তো চলে যাব
পরের ঘরনী হবো
আঁচল বাধতে পারবি না
ও মা তোর পায়ে পরি
দুষ্টুমি যদি করি কখনো
মা তুই রাগ করিস না।।
যে কটা দিন আছি রব কাছে কাছে
ঢেলে তুই দে মা যত স্নেহ আছে।
এই আদরে সোহাগ কোথাও পাব না
মাগো কোথাও পাব না।।
যে কোলে মুখ ডেকে করি লুকোচুরি
যেন সেই কোলে মাথা রেখে মরি।
এই জীবনে মরণ ****
মাগো পাতা বিছানা।।
Comments
Post a Comment