পাখিরা চায় আকাশের নীল

পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে

ষোড়শীর ভালবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবিজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে।।

মৌমাছিরা চায় মৌ ভরা ফুল
নৌকো যে পেতে চায় নদীর সে কূল।
আর আমি শুধু চাই তোমাকে।।

রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ
ঘুম চায় মুছে দিতে যত অবস্বাদ।
আর আমি শুধু চাই তোমাকে।।

তুলসি তলাকে চায় সন্ধ্যার সাপ
হারানোকে ফিরে পেতে চায় পিছুডাক।
আর আমি শুধু চাই তোমাকে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT